হাসান সারওয়ার্দী এলডিপিতে যোগ দিয়েছেন
লেফট্যানেন্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী এবং তার নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা এবং বিভিন্ন পেশার পাঁচ শতাধিক সদস্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)তে যোগ দিয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এলডিপিতে যোগদান করেন। অনুষ্ঠানে এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) হাসান সারওয়ার্দীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট অলি আহমদ।
লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী চট্টগ্রাম জেলার বাসিন্দা। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রাক্তন কমান্ড্যান্ট ছিলেন এবং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় দেশব্যাপী পরিচিতি লাভ করেন। তিনি সেনাসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta