নির্বাচন নিয়ে দেরি হলে রাজপথে নামার হুঁশিয়ারি জয়নুল আবদিনের
নির্বাচন নিয়ে বিলম্ব হলে এবং ১/১১ এর মতো পরিস্থিতি তৈরি হলে প্রয়োজন অনুযায়ী রাজপথে নামার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, নির্বাচন সম্পর্কিত রোডম্যাপ প্রকাশ করুন এবং জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করুন। বাকি সংস্কার নির্বাচিত সরকারই করবে।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে 'অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে' বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় এসব মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।
বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে যে দাবি আদায় করার জন্য আন্দোলন করছে তা বাস্তবায়ন করতে ড. ইউনূসের কাছে আহ্বান জানান তিনি। জয়নুল আবদিন আরও বলেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রাজনীতির মঞ্চে তাদের আর কখনোই জায়গা হবে না।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি এস এম শাহাদৎ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির একাংশের চেয়ারম্যান কারী আবু তাহের, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta