হান্নান মাসউদ মুখ খুললেন ফেসবুকে ভাইরাল হওয়া সেই ছবির বিষয়ে
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন ‘ঈদের পরদিন প্রথমবারের মতো অফিসে’। এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
নতুন একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ভাইরাল হওয়া ছবির অফিসটি আসলে তার নিজস্ব নয়। সেটি জাতীয় নাগরিক পার্টির একটি অস্থায়ী কার্যালয়।
শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি লেখেন, শুধু দুটি বিষয় পরিষ্কার করতে চাই—ছবিতে যে অফিস দেখা যাচ্ছে, সেটি আমার নয়, বরং এটি জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।
তিনি আরও জানান, বন্দর এলাকার জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের newly গঠিত কমিটিতে তিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন, তবে বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা নন।
এর আগে, শনিবারের পোস্টে আব্দুল হান্নান মাসউদ লিখেছিলেন, ঈদের পর প্রথম অফিসে আসা—এ এক ভিন্ন অনুভূতি। ভবিষ্যতের বাংলাদেশ গঠনের চলমান উদ্যোগ আপাতত এখান থেকেই এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta