আমিরাতে পাকিস্তানিরা এখন থেকে ৫ বছরের মাল্টিপল ভ্রমণ ভিসা পাবে
পাকিস্তানের নাগরিকরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা পেতে সক্ষম হবেন।
মঙ্গলবার পাকিস্তানে আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
তিনি জানিয়েছেন, আগে যেসব সমস্যার মুখোমুখি হয়েছিল তা সমাধান করা হয়েছে এবং পাকিস্তানি নাগরিকরা এখন থেকে পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাবেন।
দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স ওয়েবসাইটে বলা হয়েছে, এই ভিসাটি ইস্যু হওয়ার পর থেকে ব্যক্তিটি একাধিকবার আমিরাতে ভ্রমণ করতে পারবেন, কোন গ্যারান্টর বা হোস্ট ছাড়াই।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি সিন্ধুর গভর্নর কামরান খান তেসোরির সঙ্গে বৈঠক করেন এবং সেখানে এই ঘোষণা দেন।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে জাবি জানান, “ভিসা সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধান হয়েছে। পাকিস্তানিরা এখন থেকে পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা পেতে পারেন।”
তিনি গভর্নরকে করাচি কনস্যুলেটের ভিসা সেন্টার পরিদর্শনের আমন্ত্রণ জানান।
কামরান খান তেসোরি আরব আমিরাতের কূটনীতিককে সিন্ধু প্রদেশে বিশেষ করে করাচিতে তাদের বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান।
প্রতিবেদনে আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সম্প্রতি বেআইনি কার্যকলাপে জড়িত পাকিস্তানিদের উপর নজরদারি বাড়িয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর জানানো হয়, পাকিস্তানিরা যখন আমিরাতে ভ্রমণ করবে তখন তাদের পুলিশি যাচাই-বাছাই করতে হবে।
এছাড়া চলতি বছরের ৯ জানুয়ারি সিনেটের স্থায়ী কমিটিতে জানানো হয় যে, আমিরাতে ভ্রমণকারী পাকিস্তানির জন্য ‘ওয়ার্ক ভিসার ওপর কোনও বিধিনিষেধ নেই’। তবে জানা যায় যে, আমিরাত সরকার ভিজিট ভিসায় পাকিস্তানিদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ তারা সেখানে ভিক্ষাবৃত্তি করছিল।
এদিকে, গত বছর নভেম্বরে আরব আমিরাতের কনসাল-জেনারেল ড. বাখীত আতিক আলরেমিথি জিও নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কার্যকলাপের জন্য পাকিস্তানিরা ভিসা প্রত্যাখ্যাত হতে পারেন।
তিনি আরও জানান, টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় কিছু পাকিস্তানির কর্মকাণ্ডের কারণে আমিরাত সরকার অসন্তুষ্ট ছিল এবং সেই কারণে ভিসা প্রক্রিয়া কঠোর করা হয়েছে, যা পাকিস্তানি ভ্রমণকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: ডন নিউজ, খালিজ টাইমস
প্রকাশিত: | By Symul Kabir Pranta