ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে গোপালপুরে জামায়াতের প্রতিবাদী বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামি টাংগাইলের গোপালপুর উপজেলা পৌর শাখার আয়োজনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাদ আসর গোপালপুর আলিয়া মাদ্রাসা গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে থানা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং, ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে নানা ধরনের প্ল্যাকার্ড। এ সময় ইসরাইলি পণ্য ব্যবহার না করার আহ্বান জানানো হয়। বলা হয়, ইসরাইল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দখল করে রেখেছে, তাই ইসরাইলি পণ্য বর্জন করা উচিত।
মিছিলে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও (গোপালপুর-ভূঞাপুর) গণমানুষের নেতা আলহাজ মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মো. ইদ্রিস হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. উবাইদুল্লাহ, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মান্নান, পৌর সেক্রেটারি আঃ আলিম, উপজেলা শিবির সভাপতি নাঈমসহ অনেকে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta