সাতক্ষীরা সীমান্তে ৯০টি হীরে নাকফুল উদ্ধার
সাতক্ষীরা সীমান্তে বিজিবির উপস্থিতি লক্ষ্য করে চোরাচালানকারীরা প্রায় ২৩ লাখ টাকার ডায়মন্ডের নাকফুল ফেলে পালিয়ে যায়।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে বিজিবি।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে হীরা পাচারের খবর পেয়ে সীমান্ত পিলার ২/৬-এস থেকে প্রায় ৫ কিলোমিটার ভিতরে শ্রীরামপুর ব্রিজ এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। অভিযানের সময় এক চোরাচালানকারী বিজিবির উপস্থিতি বুঝে দ্রুত একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
প্যাকেটটি পরবর্তীতে তল্লাশি করে ৯০টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত হীরার অলংকার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta