নতুন জামায় হাসিমুখে জুঁই আর ফিরে এল না।
রামপুর বিলের একটি ভুট্টা খেতে ৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী জুঁই খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পহেলা বৈশাখে নতুন জামা পরে প্রবাসী বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলার পর সন্ধ্যায় সে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জুঁই বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে এবং গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে জুঁই বের হয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে রামপুর বিলের একটি ভুট্টা খেতে তার মৃতদেহ পাওয়া যায় এবং পুলিশকে জানানো হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশুটির মুখে পোড়ার চিহ্ন ও গলায় কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায় হলেও মরদেহ পাওয়া গেছে চাটমোহর এলাকায়। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম ও বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে শিশুটিকে নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta