প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের আলোচনা বুধবার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির একটি প্রতিনিধিদল বুধবার (১৬ এপ্রিল) বৈঠক করবে। এই বৈঠকটি দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদল দেখা করবেন।
দলটির নেতারা জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা হতে পারে এবং নির্বাচন সম্পর্কিত বিভ্রান্তি দূর করার চেষ্টা করা হবে। এছাড়া, সরকারের নির্বাচনী মনোভাব নিয়ে স্পষ্টতা আনার চেষ্টা থাকতে পারে। নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান। পরদিন (১৭ এপ্রিল) বিএনপি সংস্কার বিষয়ক জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে।
এর আগে, ৯ এপ্রিল দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, নির্বাচনের বিষয়ে অনেক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta