রাজবাড়ীতে শিক্ষার্থী হামলা মামলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর
রাজবাড়ী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের অধীনে ১ নম্বর আমলী আদালতের বিচারক মো. তামজিদ আহম্মেদ এই আদেশ দেন। আত্মসমর্পণকারী আসামিদের জামিন আবেদন গ্রহণ না করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজবাড়ী সদর থানায় রাজীব মোল্লা নামে একজন ব্যক্তি ১৭০ জনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরবর্তীতে অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন—রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রিংকু, মানিক সরদারসহ মোট ১০ জন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী চলবে এবং বাকিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta