নোয়াখালীতে অটোরিকশাচালক বাবর হত্যাকাণ্ড: প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালী সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবর হোসেন (১৮) হত্যার পেছনের ঘটনা উদঘাটন করেছে র্যাব-১১। হত্যাকাণ্ডের মূল আসামি মনিরুল ইসলাম মামুনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
গ্রেপ্তার হওয়া মামুন (৩০) নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর এলাকার তাজুল ইসলামের ছেলে। সোমবার রাত ১০টার দিকে মাইজদীর পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে নিহত বাবরের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে। তবে খোয়া যাওয়া অটোরিকশাটি এখনও উদ্ধার হয়নি।
র্যাব জানায়, গত ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বাবর একটি যাত্রী পরিবহনের জন্য বের হয়ে নিখোঁজ হন। ১১ এপ্রিল নোয়াখালী সদর উপজেলার স্লুইসগেট এলাকার একটি কবরস্থানের পাশে তার মৃতদেহ পাওয়া যায়। এরপর র্যাব হত্যার তদন্ত শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানায়, সে ৪৫ হাজার টাকা ধার নিয়েছিল, যা সুদের চাপের কারণে ৯০ হাজার হয়ে যায়। সেই টাকা সংগ্রহ করার জন্য সে বাবরের অটোরিকশা বিক্রি করার পরিকল্পনা করে। পরে ফ্রুটিকা জুসে ঘুমের ওষুধ মিশিয়ে বাবরকে অচেতন করে গলায় গেঞ্জি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। তারপর মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, মামুন শুধুমাত্র টাকার লোভেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং ১৬৪ ধারায় আদালতে তার স্বীকারোক্তি রেকর্ড করার প্রক্রিয়া চলছে। এছাড়া খোয়া যাওয়া অটোরিকশা উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta