এবার গাজা যুদ্ধ থামানোর আহ্বান জানালো ইসরায়েলের গোলানি ব্রিগেড
গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেডের সদস্যরা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পেয়েছে। এর আগে প্রায় এক হাজার সেনা গাজা যুদ্ধ বন্ধ করার দাবিতে চিঠি লিখেছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে, গোলানি ব্রিগেডের ১৫০ জন সেনা ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করার উদ্দেশ্যে আলোচনার দাবি জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।
গত বৃহস্পতিবার থেকে গাজা যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে কমপক্ষে দশটি আবেদন জমা পড়েছে। এসব আবেদন থেকে বলা হয়েছে, তেল আবিব সরকারকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনা অগ্রাধিকার হিসেবে গ্রহণ করতে হবে, এবং যদি এ জন্য যুদ্ধ থামাতে হয়, তবে সেটি করতে হবে।
প্রথম আবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর এক হাজার বর্তমান ও সাবেক সদস্য স্বাক্ষর করেছিলেন। তারা জানান, গাজা আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং এর সাথে ইসরায়েলি নিরাপত্তা সম্পর্কিত কোনো বিষয় নেই।
তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস গণহত্যা চালানোর বিষয়েও সমালোচনা করেছেন। তাদের মতে, ক্ষমতায় টিকে থাকার জন্য এই যুদ্ধকে কাজে লাগানো হয়েছে। এর জবাবে, ইসরায়েলি চিফ অফ স্টাফ ইয়াল জামির ওই আবেদনকারী রিজার্ভ সেনাদের বরখাস্ত করেন।
নেতানিয়াহু বরখাস্ত প্রক্রিয়াটি সমর্থন করেছেন এবং দাবি করেছেন, আবেদনটি একটি ছোট মৌলবাদী দলের কাজ, যারা সরকারের পতন ঘটাতে চাইছে।
আরেকটি আবেদনে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা, ২৫০ জন রিজার্ভ সেনা, ৮ হাজার ২০০ প্রবীণ সেনা, এবং ১ হাজার ৫২৫ জন আর্মার্ড কোরের প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও রয়েছেন।
ইসরায়েলের উচ্চ প্রযুক্তি খাতের প্রায় ৫০০ উদ্যোক্তা, বিনিয়োগকারী, কর্মী, ২ হাজার সামরিক ডাক্তার এবং ৬ হাজার শিক্ষাবিদও একই ধরনের চিঠি লিখেছেন।
অন্যান্য আবেদনপত্রে ইসরায়েলের মোসাদ এবং শিন বেত গুপ্তচর সংস্থার শত শত প্রবীণ সেনা, পদাতিক ইউনিট, প্যারাট্রুপার ও বিশেষ বাহিনীর ১৫ শ’ প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন। তবে এসব চিঠিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন নেতানিয়াহু। তিনি গাজা যুদ্ধ বন্ধ করতে চান না।
সূত্র: প্রেস টিভি
প্রকাশিত: | By Symul Kabir Pranta