মুজিব শতবর্ষ উপলক্ষে বিসিবি থেকে ১৯ কোটি টাকা সরানো হয়েছে
মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্য মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে একটি অভিযান চালান। অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
দুপুরের দেড় ঘণ্টা স্থায়ী অভিযান শেষে সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, তারা তিনটি অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে দুটি অভিযোগ ছিল- বিপিএলের প্রথম ১০ আসরের টিকেট বিক্রির আয়ে অসঙ্গতি এবং মুজিব শতবর্ষ আয়োজনে বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগ।
এছাড়াও দুদকের প্রধান কার্যালয়ের চিঠিতে জানানো হয়, বিসিবির বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আল আমিন আরও বলেন, ২০২০-২১ সালে মুজিববর্ষের আয়োজনে আয়-ব্যয়ে গড়মিল রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জানান, ‘মুজিববর্ষের আয়োজনে আয়-ব্যয়ে অস্বাভাবিকতা পাওয়া গেছে। এসব অভিযোগের জন্য রেকর্ড-পত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করা হবে, পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেবে।’
মুজিববর্ষ আয়োজনে খরচের অসঙ্গতি নিয়ে আল-আমিন বলেন, ‘কনসার্টসহ অন্যান্য আয়োজনে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে, তবে আসলে খরচ হয়েছিল ৭ কোটি টাকার মতো। এখানে ১৯ কোটি টাকা নিয়ে কিছু অনিয়ম ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টিকিট বিক্রির ২ কোটি টাকাও দেখানো হয়নি, অর্থ আত্মসাতের পরিমাণ আরও বেশি হতে পারে।’
বিপিএলের টিকিট বিক্রির আয় নিয়ে অস্বাভাবিকতার কথা উল্লেখ করে দুদকের সহকারী পরিচালক জানান, বিসিবি একাদশ আসরে ১৩ কোটি টাকা আয় করেছে, যেখানে আগের আট বছরে আয় ছিল ১৫ কোটি টাকা। এখানে কিছু অস্বঙ্গতি রয়েছে, যা বিস্তারিত যাচাই করলে বিষয়টি পরিষ্কার হবে।
বিসিবির তৃতীয় বিভাগ ক্রিকেটে ২০১৪-১৫ মৌসুম থেকে ক্লাব নিবন্ধন ফি ৭৫ হাজার থেকে ৫ লাখ টাকা করা হয়েছিল। এর ফলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমে গিয়েছে। এই বিষয়টি পুরনো অভিযোগ, এবং কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা সেটি যাচাই করা হবে।
সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, দুদককে তাদের অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করা হবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta