শার্শায় ধানক্ষেত থেকে উদ্ধার হলো দুটি পাইপগান
যশোরের শার্শা উপজেলার বসতপুর কলোনি এলাকার একটি ধানক্ষেত থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বসতপুর ১নং কলোনির মাঠ সংলগ্ন কৃষক আজিজুর রহমানের ধানক্ষেত থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। আজিজুর ওই এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন ও ইমদাদুল হক তাদের সহযোগী ফোর্স নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন, এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটি উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উদ্ধার করা দুটি পাইপগান পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta