বরিশাল সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল জেলা অফিসের এক সহকারী পরিচালক এ অভিযানে নেতৃত্ব দেন।
এদিকে, দুদকের অভিযান সম্পর্কে আগাম খবর পাওয়ার পর জেলা রেজিস্ট্রার মো. মহশিন মিয়া অফিস থেকে সটকে পড়েন। পরে দুদক টিম সেখানে গিয়ে দুর্নীতির মাধ্যমে তৈরি হওয়া বেশ কয়েকটি জমির দলিল উদ্ধার করে।
দুদক জানিয়েছে, বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে গ্রাহকদের জিম্মি করে অর্থ আদায় এবং জমির দলিল তৈরির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। এই অবৈধ অর্থ জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার ও নারী কর্মচারীদের মধ্যে ভাগ করে নেয়া হয়।
এছাড়া, সাবেক সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের বিরুদ্ধে জমির দলিল প্রদানকার্যে আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। দুদক কেন্দ্রীয় কার্যালয় এই তথ্য-উপাত্তের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনার নির্দেশ দেয়, পরে বরিশাল অফিসের কর্মকর্তারা মাঠে নামেন।
এ ব্যাপারে দুদক বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। সরকার নির্ধারিত উৎস কর উপেক্ষা করে জমির দলিল রেজিস্ট্রেশন করা হয়েছে।
পরে দেখা যায়, এক মাস বা দুই মাস পর বিভিন্ন দলিলে জমির মূল্য অনুযায়ী কম উৎস কর প্রদর্শন করে সরকারকে কম টাকা জমা দেয়। কিন্তু অতিরিক্ত আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা, তা রেজিস্টারের কোথাও পাওয়া যায়নি।
তবে সাব রেজিস্ট্রি অফিস এবং দলিল লেখকদের সূত্র জানিয়েছে, জেলা রেজিস্ট্রার মহশিন মিয়া বুধবারও অফিসে ছিলেন। দুপুরে তাকে অনেকেই দেখেছেন। কিন্তু, দুদক টিম সাব রেজিস্ট্রারের অফিসে আসার সময় তিনি অফিস ত্যাগ করেন। পরে তাকে ফোন করা হলে তিনি জানান, ছুটি নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
দুদক কর্মকর্তাদের মতে, জেলা রেজিস্ট্রারের দপ্তরে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে পাওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ করে দুদক ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠাবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta