পাংশার বাজার থেকে পিঁয়াজ ভর্তি ট্রাক নিয়ে উধাও, থানায় জিডি
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা-মৌরাট বাবুপাড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় দত্তের হাটে নতুন করে মৌসুমী ফসলের বাজার বসেছে। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার সকালে নিয়মিত পেঁয়াজের হাটও বসছে। এই বাজারে স্থানীয় তরুণরা ব্যবসা শুরু করেছিল তাদের স্বপ্ন নিয়ে। তবে শুরুতেই তারা প্রতারিত হয়েছেন।
সম্প্রতি, সিদ্দিক প্রামানিক, আব্দুল মাজেদ, মধু মন্ডল ও বাবু সরদার নামে ৪ ব্যবসায়ী ২৩২ মন পেঁয়াজ নাসির মোল্লা ও শহিদুল ইসলাম নামের দুই ব্যক্তির মাধ্যমে ট্রাক ভাড়া করে ঢাকায় পেঁয়াজ পাঠিয়েছিলেন। পেঁয়াজ ভর্তি ট্রাকের সঙ্গে ছিলেন সিদ্দিক প্রামানিক। ট্রাকটি গোয়ালন্দ ঘাট পার হয়ে শিবালয় এলাকায় পৌঁছালে, সিদ্দিক প্রামানিককে কয়েকজন মারধর করে এবং ট্রাক নিয়ে পালিয়ে যায়। এর ফলে নতুন ব্যবসায়ীদের স্বপ্ন ভঙ্গ হয়।
পরে, বিভিন্ন স্থানে গাড়িটি খোঁজা হলেও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত, শহিদুল ইসলাম শিবালয় থানায় ১৪ এপ্রিল একটি সাধারণ ডাইরি করেন।
এদিকে, প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকার মালামাল ক্ষতির শিকার হয়ে ব্যবসায়ীরা পথে বসে গেছেন। তবে, ট্রাক ভাড়া করানোর জন্য দায়ী ব্যক্তি একটি শালিসের মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়ে লিখিত জবানবন্দি দিয়েছেন এবং ট্রাকটি বন্ধুক হিসেবে রেখে দিয়েছেন। এখন উভয় পক্ষ মালামাল উদ্ধারে খোঁজ খবর নিচ্ছেন।
দত্তের হাট বাজার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল বলেন, "আমরা চেষ্টা করছি হারিয়ে যাওয়া মালামাল খুঁজে বের করার জন্য। আমাদের নতুন বাজারে বিভিন্ন এলাকা থেকে মানুষ তাদের পণ্য নিয়ে আসছে এবং আমরা তাদের ন্যায্য দাম দিয়ে ব্যবসায়ীদের সম্মান ও নিরাপত্তা বজায় রেখে বাজার পরিচালনা করার চেষ্টা করছি। আশা করি, বাজারটি সুন্দরভাবে পরিচালিত হবে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta