৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি, এটা জনগণের কথা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, জনগণই এই বিষয়টি বলেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, নির্বাচনের তারিখ সম্পর্কে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত জানিয়েছেন, এর বাইরে আমার কিছু বলার নেই।
অন্যদিকে, চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখ উদযাপনের আগের দিন হামলার ঘটনা অগ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই মিলে এবার চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে। সবাই সহযোগিতা করে নিরাপত্তা বাহিনী ভালোভাবে কাজ করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।
গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং তা আরও বাড়ানো হবে। রাস্তা থেকে সাধারণ মানুষ বলছে, ‘আপনারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুন।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta