পাতা পড়া শেষ, সজীব হয়ে উঠছে পত্রপল্লব
ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া। প্রকৃতির পরিবর্তনের এই সময়ে ফাল্গুন পেরিয়ে চৈত্রের শেষ লগ্ন শুরু হয়ে গেছে। গাছ থেকে পাতা ঝরার প্রক্রিয়া বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে। এই পাতার পতনই নতুন পত্রপল্লবের আগমনী বার্তা, যা প্রকৃতির নিয়ম অনুযায়ী ঘটে।
রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ ক্যাম্পাসে পাতা ঝরার পর নতুন পাতার আগমন স্পষ্ট দেখা যাচ্ছে।
কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী নতুন পাতা গজিয়ে বৃক্ষ সজীব হয়ে উঠবে। বৃক্ষের এই নতুন সজীবতা ঈদ আনন্দের মতো সবার মাঝে উজ্জ্বলতা এবং প্রাণবন্ততা নিয়ে আসবে, এমন আশা করছি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta