ফের সুন্দরবনে অগ্নিকাণ্ড, পানির অভাবে বাড়ছে বিপদ
পুনরায় আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এলাকায়। আজ শনিবার সকালে বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। বনের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এবং বনরক্ষী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসার জন্য নালা কেটে (ফায়ার লেন) চেষ্টা চালাচ্ছেন।
শরণখোলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পরে মোংলা, মোরেলগঞ্জ এবং কচুয়া থেকেও তিনটি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিভাতে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে, প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) অগ্নিকাণ্ডের কারণ এবং কতটা বনভূমি পুড়ছে, তা নিশ্চিত করা যায়নি সুন্দরবন বিভাগ দ্বারা।
এটা আগের ঘটনা যা ২০২৪ সালের ৪ মে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের ‘লতিফের ছিলা’ এলাকায় হয়েছিল, যেখানে ৭.৯৮ একর বনভূমি পুড়ে গিয়েছিল। ওই অগ্নিকাণ্ডে বনভূমির ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। বন বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস মোবাইল ফোনে জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক এলাকার বনের ওপর থেকে ধোঁয়ার কুন্ডুলী দেখতে পান গ্রামবাসীরা। পরে তারা বন অফিসে গিয়ে খবর দিলে বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বনের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে আগুন লাগায় ফায়ার লেন তৈরি করা হচ্ছে যাতে আগুন অন্যত্র না ছড়ায়। এই স্থান বন অফিস থেকে তিন কিলোমিটার দূরে। যেখানে পানির উৎস নেই এবং পরবর্তী সময়ে জোয়ারে নৌপথে পানি সরবরাহের চেষ্টা করা হবে।
শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের টেপারবিল এলাকার বনের ওপর ধোঁয়া উঠতে দেখে লোকজন তাকে জানায়। পরে তাৎক্ষণিকভাবে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, খবর পাওয়ার পর বিকেল ৩টার দিকে তারা রওনা দিয়েছেন। এছাড়া মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে এর বেশি জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta