বুড়িচংয়ে ছাত্রদলের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর; ১২ নেতার বিরুদ্ধে মামলা দায়ের
কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রদলের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতার বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া।
বুধবার (২ এপ্রিল) রাতে যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন ইকবাল হোসেন ভূঁইয়া। এর আগে, মঙ্গলবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা ছাত্রদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তিনি আরও বলেন, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা কিভাবে আইন অমান্য করে এখনও মুক্তভাবে ঘোরাফেরা করছে, তা প্রশাসনকে জানাতে হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্টের পর থেকে যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা ইকবাল হোসেন ভূঁইয়াকে হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের সদস্যরা ছাত্রদলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়।
ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, তার ছেলে সিদ্ধার্থ, ভাতিজা সুজনসহ ১০/১৫ জন আমার অফিসে হামলা করে এবং ভাঙচুর চালায়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, এ ঘটনার ব্যাপারে ইকবাল হোসেন ভূঁইয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta