ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন পরলোকগমন করেছেন।
ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি সনজীদা খাতুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।
মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে পার্থ তানভীর নভেদ।
সনজীদা খাতুন ১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একজন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক হিসেবে তার অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশের সেরা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সভাপতির দায়িত্বে ছিলেন।
এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং নালন্দা নামক ভিন্নধর্মী শিশুশিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিও ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta