রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন ৬ জন, ভর্তি hospital
নওগাঁয় অজ্ঞান পার্টির কবলে পড়া ছয়জনকে উদ্ধার করেছে পুলিশ। তারা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাদের জ্ঞান না ফেরায় পরিচয় জানা সম্ভব হয়নি।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বরুনকান্দি এলাকার একটি ফিলিং স্টেশনের পাশ থেকে ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছয়জনের মধ্যে একজনের সাথে কথা বলা সম্ভব হয়েছে। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে বাড়ি ফিরছিলেন। তারপর তাদের কলা, পানি এবং রুটি খাওয়ানো হয়েছে। তবে তাদের নিয়ে ধারণা করা হচ্ছে তারা অজ্ঞান পার্টির শিকার হয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ এই বিষয়ে তদন্ত করছে এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।
২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আবু জার গাফফার বলেন, হাসপাতালে আসার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta