যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযথ উদযাপন করা হয়েছে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহের সাথে।
বুধবার সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদ্বোধন হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংগঠন কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অবস্থিত স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এছাড়া, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এরপর সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta