মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা বিতরণ করলেন হাবীব আজম
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, বাঙালির মুক্তিযুদ্ধের একটি অবিস্মরণীয় অধ্যায়। এই দিনটি উদযাপনকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করেন।
বুধবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
জেলা প্রশাসনের আয়োজনে ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন।
এ সময় স্টেডিয়ামের প্রবেশমুখ ও গ্যালারিতে দাঁড়িয়ে মো. হাবীব আজম কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পতাকা, "২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস" লেখা ফিতা এবং বেলুন বিতরণ করেন।
জাতীয় পতাকা হাতে পেয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুরা আনন্দিত হয়ে উঠে এবং জেলা পরিষদের সদস্য হাবীব আজমকে ধন্যবাদ জানায়। অভিভাবকরাও এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে দেশপ্রেম জাগাবে এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও সম্মান বাড়াবে।
জাতীয় পতাকা বিতরণ শেষে মো. হাবীব আজম বলেন, "স্বাধীনতার ঘোষণা আসার পর মুক্তিকামী বাংলার দামাল সন্তানেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। লাখো প্রাণের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। আমি শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই।"
তিনি আরও বলেন, "স্বাধীনতার মাসে আমাদের সকলের উচিত বৈষম্যহীন সোনার বাংলা গড়ার অঙ্গীকার করা। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, এবং দেশমাতৃকার কল্যাণে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।"
তিনি আশা প্রকাশ করেন, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের মধ্যে জাতীয় পতাকা উপহার পেয়ে দেশপ্রেম উদ্ভাবিত হবে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে অবদান রাখবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta