ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস পালন
ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বিএনপি এবং বিভিন্ন সংগঠন।
বুধবার সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের পায়রা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালির পর, দলের নেতাকর্মীরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঝিনাইদহ প্রেসক্লাব শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম. রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি এম. সাইফুল মাবুদসহ অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, টিআইবির গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সনাকের সদস্যরা শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি এম. সাইফুল মাবুদ, সনাক সদস্য মো. আবু রাশেদ, ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম, শাহীন আলম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর হুমায়ূন কবীর, নুরুল ইসলাম পাখিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও, দিনব্যাপী র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta