জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া স্লোগান, হট্টগোল
পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান চলাকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করার পর আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধারা 'ভুয়া ভুয়া' স্লোগান দেন। এর ফলে অনুষ্ঠানে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়।
পাবনা জেলা প্রশাসন বুধবার (২৬ মার্চ) দুপুরে পাবনা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বক্তৃতা দিতে গেলে এই ঘটনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শুরু হলে অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন।
এ সময় কিছু আওয়ামীপন্থি মুক্তিযোদ্ধা প্রতিবাদ করতে শুরু করেন এবং 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। স্লোগানের প্রেক্ষিতে মাসুদ খন্দকার তার বক্তব্য শেষ না করেই অনুষ্ঠানে উপস্থিত স্থান ত্যাগ করেন এবং অনুষ্ঠান চলাকালে চরম হট্টগোল সৃষ্টি হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘এটি মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান ছিল। তবে কিছু বিরোধী ব্যক্তিরা অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।’
তবে বিতর্ক নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম মন্তব্য করেন, ‘এ বিষয়ে আমি সঠিকভাবে কিছু বলতে পারছি না। তবে, একজন বিএনপি নেতা তার বক্তব্যে কিছু বিতর্কিত মন্তব্য করলে, কিছু লোক তাকে তা বলার জন্য বাধা দেয়। এরপর অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta