বার্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সাথে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, সূর্যোদয়ের সাথে সঙ্গতি রেখে, বার্ডের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় পতাকা উত্তোলন করেন, যা পরিচালনা করেন অতিরিক্ত সচিব এবং বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
এই উপলক্ষে বার্ড জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এছাড়া, দিবসটির উদযাপনের জন্য বার্ড ক্যাম্পাসে আলোকসজ্জা এবং রঙিন সাজসজ্জার ব্যবস্থা করা হয়।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে, নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিল এবং একটি প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি আয়োজন করা হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta