বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
সকাল ৬টায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ ও জাতীয় পার্টি পর্যায়ক্রমে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এছাড়া, সকাল ১১টার দিকে বরিশাল মহানগর বিএনপির একটি বিশাল মিছিল স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জনসম্পৃক্ততা প্রসঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন বলেন, "আশা করছি, আগামী বছর স্বাধীনতা দিবসে আরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে এবং প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta