ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত, ২ জন আহত
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ দুর্ঘটনা ঘটে বুধবার (২৬ মার্চ) কটিয়াদী পৌর এলাকার বীরনোয়াকন্দী খামখেয়ালি বাজারের কাছে সড়কে।
নিহত শিক্ষার্থী মোজাম্মেল (১৭) উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর উত্তর পাড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে। সে পার্শ্ববর্তী মনোহরদী খিদিরপুর ইউনিয়নের একটি স্কুলের এইচএসসি পরীক্ষার্থী ছিল। আহতদের মধ্যে একজন পারভেজ এবং অন্যজন ইব্রাহিম, তারা সবাই নিহতের নিকটাত্মীয়।
আহতদের একজনকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে এবং অপরজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কটিয়াদী পৌর এলাকার বীরনোয়াকন্দী সড়কের খামখেয়ালি বাজার সংলগ্ন স্থানে মোটরসাইকেলে চলার সময় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক বেপরোয়া গতিতে মোটরসাইকেলটির সাথে সংঘর্ষে জড়ায়।
এ সময় ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয় এবং আহতদের স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে পাঠায়। সংঘর্ষের পর স্থানীয়রা ট্রাকটি আটক করে রাখে।
কটিয়াদী মডেল থানার সাব-ইন্সপেক্টর সুবাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত এবং দুজন আহত হয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta