বুধবার, ২৬রা মার্চ ২০২৫

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভে যুবদল নেতার নেতৃত্বে হামলা ও ধ্বংসযজ্ঞ

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভে যুবদল নেতার নেতৃত্বে হামলা ও ধ্বংসযজ্ঞ - জেলার খবর
কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভে যুবদল নেতার নেতৃত্বে হামলা ও ধ্বংসযজ্ঞ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বটতলা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেডের সোয়েটার কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলার নেতৃত্ব দেন স্থানীয় যুবদল নেতা, এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। হামলার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানায় ব্যাপক ভাঙচুর চালান।

সূত্রে জানা গেছে, শ্রমিকরা তাদের ৯ দফা দাবি, যেমন ফেব্রুয়ারির বেতন, ঈদ বোনাস, টিফিন বিল বৃদ্ধি, বাৎসরিক ছুটির টাকা, হাজিরা বোনাস বৃদ্ধি এবং মাতৃত্বকালীন ছুটির দাবিতে রবিবার সকালে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক যুবদল কর্মী শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়, যার ফলে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন।

ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজিত শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে যুবদল নেতার মুদি দোকানেও ভাঙচুর ও লুটপাট চালান।

এক শ্রমিক জানান, 'আমরা গত দুই দিন ধরে আমাদের ৯ দফা দাবিতে আন্দোলন করছি। কিন্তু আজ সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে, এতে আমাদের অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে।'

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মনিরুজ্জামান বলেন, 'আমরা কারখানা মালিকের ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে শ্রমিকদের ওপর কোনো হামলা চালাইনি।'

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম জানান, 'কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সমাধানের চেষ্টা করছে।'

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 ফিলিস্তিনিদের জাবালিয়া ছাড়তে এবার image

ফিলিস্তিনিদের জাবালিয়া ছাড়তে এবার দেওয়া হলো ‘চূড়ান্ত হুঁশিয়ারি’।

 জনগণের বিশ্বাস অর্জন করতে সমঝোতায় image

জনগণের বিশ্বাস অর্জন করতে সমঝোতায় পৌঁছানো ছাড়া বিকল্প নেই: রিজওয়ানা

 অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে বর্ষাকে image

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে বর্ষাকে সমালোচনায় তুললেন পরীমণি

 ছিনতাইয়ের ঘটনা: সালিশের মাধ্যমে image

ছিনতাইয়ের ঘটনা: সালিশের মাধ্যমে আসামি পুলিশের হাতে তুলে দেওয়া

 বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর image

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর আজ ঢাকা

 হঠাৎ চট্টগ্রামে একাধিক বিদ্যুতের image

হঠাৎ চট্টগ্রামে একাধিক বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড

 স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান image

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সম্মান প্রদর্শন

 ঈদে ফিরতি যাত্রার ৫ এপ্রিলের টিকিট image

ঈদে ফিরতি যাত্রার ৫ এপ্রিলের টিকিট আজ পাওয়া যাচ্ছে

 একাত্তরের স্বাধীনতা রক্ষা করতেই image

একাত্তরের স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান: আসিফ মাহমুদ

 তামিমের অপারেশন বন্ডে সাইন করা ছিল image

তামিমের অপারেশন বন্ডে সাইন করা ছিল একটি কঠিন সিদ্ধান্ত: দেবব্রত

 ‘সারজিস ছাত্রলীগ থেকে নাগরিক image

‘সারজিস ছাত্রলীগ থেকে নাগরিক পার্টিতে গেল, তাহলে আমরা কেন ছাত্রদল করতে

 আর্থিক, সামাজিক ও নৈতিক উন্নয়নে image

আর্থিক, সামাজিক ও নৈতিক উন্নয়নে যাকাত