নাটোরে সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ, সেই প্রশাসনিক কর্মকর্তার স্থানান্তর
নাটোরের সিংড়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লাকে সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের জন্য বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সিনিয়র সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ আদেশটি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলী মোল্লার পরবর্তী কর্মস্থল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানা যায়, সম্প্রতি সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে উপজেলা খাস জলমহালের তথ্য চেয়েছিলেন দৈনিক সমকাল সিংড়া প্রতিনিধি ও সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। কিন্তু ইউএনও কর্মকর্তার পক্ষ থেকে তথ্য না দেওয়া এবং এক পর্যায়ে আব্দুর রশিদের সঙ্গে মোবাইল ফোনে অশালীন আচরণ করা হয়। এরপর ১২ মার্চ একটি নাটক সাজিয়ে সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আদালত জামিন মঞ্জুর করেন।
এদিকে, সাংবাদিক আব্দুর রশিদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নাটোর জেলার গণমাধ্যম কর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এর পর তারা মুক্তির দাবিতে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।
কর্মসূচিতে আসাদ আলী মোল্লার অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আন্দোলন শেষে জেলা প্রশাসক আশ্বস্ত করলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ বলেন, আসাদ আলী মোল্লার অশালীন আচরণ অবিলম্বে শাস্তিযোগ্য। বদলি যথেষ্ট নয়, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এই বদলির জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।
নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, এটি নাটোরের গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, কিছুক্ষণ আগে তিনি ওই কর্মকর্তার বদলির চিঠি হাতে পেয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta