একাত্তরের স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে চব্বিশের অভ্যুত্থান সংঘটিত হয়েছিল।
বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, দেশ স্বাধীন হয়েছিল। তবে গত ১৬ বছরে স্বাধীনতার মৌলিক ধারণা নষ্ট করা হয়েছে। আমাদের ধারণা, যতক্ষণ না প্রতিটি নাগরিক তার স্বাধীনতা অনুভব করবে, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ততক্ষণ দেশের ভূখণ্ড স্বাধীন হওয়ার কোনো মূল্য নেই। আমরা বিশ্বাস করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার রক্ষা করার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল চব্বিশ। এই স্বাধীনতা ভবিষ্যতেও বাংলাদেশে থাকবে এবং এ দেশের মানুষ কখনোই পরাধীনতায় অনুভব করবে না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta