স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সম্মান প্রদর্শন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ মার্চ) সকালে, রাষ্ট্রপতি সকাল ৫টা ৫০ মিনিটে এবং প্রধান উপদেষ্টা ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ করার পর, তারা কিছুক্ষণ নীরবভাবে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সম্মানিত দল রাষ্ট্রীয় কায়দায় সালাম প্রদর্শন করে। পরবর্তীতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে রাখা দর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta