তামিমের অপারেশন বন্ডে সাইন করা ছিল একটি কঠিন সিদ্ধান্ত: দেবব্রত
বর্তমানে সাভারের কেপিজি হাসপাতাল থেকে তামিম ইকবাল ঢাকার এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। গত সোমবার বিকেএসপিতে ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক। পরবর্তী সময়টি দ্রুত পার হয়ে যায় এবং তার সাথে ছিল উদ্বেগের মুহূর্ত।
যখন তামিম ইকবাল অসুস্থ হন, তখন তার হৃদয়ে রিং স্থাপন করার আগে কিছু আনুষ্ঠানিক কাগজপত্র পূর্ণ করতে হয়েছিল। এই রিং স্থাপন করতে একটি অপারেশন প্রয়োজন ছিল। সাধারণত এ ধরনের চিকিৎসায় পরিবারের সদস্যদের সম্মতি নেওয়া হয়, তবে সাভারে সেই সময় তামিমের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
তার স্ত্রী বা বড় ভাই নাফিস ইকবাল কিংবা পরিবারের অন্য কোনো সদস্য ছিল না। কিন্তু তখন এমন পরিস্থিতি ছিল, যেখানে পরিবারের জন্য অপেক্ষা করা সম্ভব ছিল না। সেই কারণে, তামিমের অপারেশন বন্ডে স্বাক্ষর করার দায়িত্ব নেয় ডিপিএল ম্যাচের রেফারি দেবব্রত পাল। সাবেক প্রথম শ্রেণির এই ক্রিকেটার সব সময় খেলোয়াড়দের পাশে থাকেন। চিকিৎসকরা সেই সম্মতিপত্র গ্রহণ করেন।
এ বিষয়ে দেবব্রত পাল বলেন, ‘এটা ছিল একেবারে কঠিন একটি সিদ্ধান্ত। সাধারণত এই ধরনের সিদ্ধান্ত পরিবাররাই নেয়। কিন্তু তখন কেউ উপস্থিত ছিল না, তাই আমাকে সাইন করতে হয়েছে। সেখানে লেখা ছিল, আমার সাথে তার সম্পর্ক কী, আমি কলিগ লিখেছিলাম।’
দেবব্রত পাল আরও বলেন, ‘সাইন করার আগে আমি নাফিস ইকবালের সঙ্গে কথা বলেছিলাম এবং বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের সঙ্গে পরামর্শ করেছিলাম। তারা সবাই আমাকে সাইন করতে বলেছিল। তামিমের সঙ্গে দেখা হয়েছিল সোমবার। সে আমার দিকে তাকিয়ে ছিল, কিন্তু আমি তখন কথা বলতে পারিনি। এখন সে ভাল আছেঃ গতকাল আমরা কেউ ভিতরে ঢুকিনি, নাফিস, তামিমের স্ত্রী ও তারা সবাই সেখানে আছেন।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta