ঈদে ফিরতি যাত্রার ৫ এপ্রিলের টিকিট আজ পাওয়া যাচ্ছে
ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী ফিরতি ট্রেন যাত্রার ৫ এপ্রিলের অগ্রিম টিকিট আজ, বুধবার থেকে বিক্রি হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট পাওয়া যাবে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিটও পাওয়া যাবে।
এ পূর্বে, ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছিল।
প্রতিবারের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এই বিশেষ ব্যবস্থায় বিক্রিত টিকিট রিফান্ড করা যাবে না।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ বিক্রি করা হয়েছে।
এছাড়া, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta