বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর আজ ঢাকা
বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন শহর বায়ুদূষণের শিকার। জলবায়ু পরিবর্তন, অদক্ষ নগরায়নসহ বিভিন্ন কারণে বাড়ছে এই দূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকা এ সমস্যার বাইরে নয়। দীর্ঘ কয়েক মাস ধরেই ঢাকার বায়ুদূষণ শীর্ষ দশের মধ্যে স্থান পেয়ে আসছে। আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আজ সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ু মান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২৬৩ স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে, যা নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।
এই সময়ের মধ্যে ২২৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি শহর বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে। একইভাবে, ১৮৪ স্কোর নিয়ে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ‘কিনশাসা’ তৃতীয় স্থানে রয়েছে।
একিউআই স্কোর ০ থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ মধ্যম মানের, আর ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতর থাকার পরামর্শ দেয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরের মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
একিউআই নির্ধারণের জন্য পাঁচ ধরনের দূষণকৃত উপাদান বিবেচনা করা হয়; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। বায়ুদূষণ সকল বয়সের মানুষের জন্য ক্ষতিকর, তবে শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর।
প্রকাশিত: | By Symul Kabir Pranta