জনগণের বিশ্বাস অর্জন করতে সমঝোতায় পৌঁছানো ছাড়া বিকল্প নেই: রিজওয়ানা হাসান
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, জনগণের আস্থা অর্জন করতে হলে যে সংস্কারগুলি জনগণের উপকারে আসবে, সেই বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, কিছু চ্যালেঞ্জ সবসময় থাকে। তবে বর্তমানে বিভিন্ন সংস্কারের বিষয়ে ঐক্যমত্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি যদি চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়, তবুও এটি একটি চলমান প্রক্রিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের আশা পূরণ করা।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট মাসে যে হত্যাকাণ্ড ও বর্বরতা ঘটেছিল, তার সুষ্ঠু বিচার করা প্রয়োজন। সীমিত সময়ের মধ্যে যদি আমরা কিছু বিচারিক রায় দিতে পারি, তবে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হবে যে, এই বর্বরতার বিচার সত্যিই হচ্ছে।
রিজওয়ানা হাসান আরও বলেন, জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যমত্যে পৌঁছানো আমাদের লক্ষ্য। তবে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় ভিন্নভাবে দেখেন। তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য কমিয়ে এক জায়গায় আনা একটু সময়সাপেক্ষ হতে পারে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta