অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে বর্ষাকে সমালোচনায় তুললেন পরীমণি
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সন্তানদের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বর্ষা বলেন, সন্তানেরা বড় হলে মায়ের অভিনয়ের প্রভাব তাদের উপর কীভাবে পড়বে, সেই চিন্তা থেকেই তিনি অভিনয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।
এই ঘোষণার পর শোবিজ অঙ্গনে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা বর্ষার মন্তব্যের সমালোচনা করছেন।
তাদের মধ্যে একজন হলেন পরীমণি। তিনি বর্ষার বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন। বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুকে একটি স্ট্যাটাসে পরীমণি বর্ষাকে সরাসরি আক্রমণ করেছেন।
যদিও পরী সরাসরি বর্ষার নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন।
পরী তার স্ট্যাটাসে লিখেছেন, “ছোট্ট আপা, আপনি সঠিক বলেছেন! তবে, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দায় নায়িকা হওয়া কোনো সম্পর্ক নেই। আপনি যে চেষ্টা করেছেন, সেটা আজীবন থাকবে।”
বর্ষা জানিয়েছিলেন, তার হাতে থাকা তিনটি সিনেমা শেষ করেই অভিনয় ছাড়বেন। এ বিষয়ে পরীমণি মন্তব্য করেন, “আপনি যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ইন্ডাস্ট্রি ছাড়ুন, আর না হয় আজীবন এটা বহন করুন।”
বর্ষার আচরণকে কটাক্ষ করে পরী লেখেন, “আপনি এতদিন পর এসে বাচ্চাদের জন্য অভিনয় ছাড়ার কথা বলছেন, এটা খুবই অবাস্তব।” পরী আরও বলেন, “আপনি কি একবারও ভাবেননি, আপনার বয়স ও ক্যারিয়ারে কতজনকে জিম্মি করে রেখেছেন? এই ইন্ডাস্ট্রিকে ডুবিয়েছেন।”
পরী আরও লিখেছেন, “যদি আপনার বাচ্চাদের আপনি নায়িকা হিসেবে দেখতে না চান, তবে গ্যারান্টি দিন যে তারা ভুলে যেতে পারবে আপনি কখনো নায়িকা ছিলেন। তারা কখনো জানবে না আপনি কী কী করেছেন।”
বর্ষা সংবাদ সম্মেলনে স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন, বলেছিলেন, “অনন্ত যদি মেয়েদের বাজারেও চলে যান, তবে সে স্ত্রীর কাছেই ফিরে আসবে।”
এই মন্তব্যেও পরীমণি আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, “আপনি মেয়েদের বাজার বলছেন! এই বাজার কাকে বোঝাচ্ছেন? আপনি কি জানেন, মেয়েদের বাজার কিভাবে তৈরি হয়েছে?”
তিনি আরও বলেন, “আমরা সবাই জানি, কোনও বয়সে পার্টনারকে ছেড়ে দেওয়ার মানে জীবন এবং সম্পর্কের গভীরতা।”
পরীমণির স্ট্যাটাসে বিভিন্ন মতামত উঠে এসেছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ তার ভাষা এবং কটাক্ষের সমালোচনা করছেন। তবে পরী সবসময় স্পষ্টভাষী, এবং তার এই স্ট্যাটাসও তা প্রমাণ করেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta