কালিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত, ৪ জন আহত
গাজীপুরের কালীগঞ্জে দুটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নেয়ামুল শেখ (২২) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত নেয়ামুল শেখ কালীগঞ্জের জাঙ্গালিয়ার বাঙ্গালগাঁও এলাকার আলমগীর শেখের ছেলে এবং তিনি সৌদি আরবে থাকতেন।
আহতদের মধ্যে নেয়ামুল শেখের বোন নাদিয়া (১৮) এবং মামাতো ভাই মাশফিক (১২) রয়েছেন। অপর মোটরসাইকেলে থাকা বাহাদুরসাদী এলাকার হাবিব উল্লাহর ছেলে রিয়াদ শেখ (১৯) এবং জাহাঙ্গীরের ছেলে আল আমিন (১৯) গুরুতর আহত হন। তারা সবাই কলেজ শিক্ষার্থী। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় দোলান বাজার-নোয়াপাড়া আঞ্চলিক সড়কে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নেয়ামুল শেখ তার বোন নাদিয়া এবং মামাতো ভাই মাশফিককে নিয়ে নোয়াপাড়া থেকে দোলান বাজারের দিকে যাচ্ছিলেন। দোলান বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেল চালকসহ তাদের সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেয়ামুল শেখ মারা যান।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta