ক্রিকেটার হয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক হয়েছেন। সোমবার (১৭ মার্চ) তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।
মঙ্গলবার (১৮ মার্চ) একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ জন বাংলাদেশি ক্রিকেট দলের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।
একেপিএস জানায়, ১৫ জনের দলটি ক্রিকেট পোশাক পরিধান করে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র দেখিয়ে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে জানা যায় যে, ওই চিঠি ছিল ভুয়া এবং ২১ থেকে ২৩ মার্চের মধ্যে কোন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কোনো পরিকল্পনা ছিল না।
আরো সন্দেহজনকভাবে, তারা একজন 'স্পন্সর'কে জামিনদার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু উপস্থিত ব্যক্তি জানিয়েছেন যে, তার কাছে টুর্নামেন্টের বিষয়ে কোনো তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
তদন্তে আরও জানা গেছে যে, তারা ক্রিকেট খেলোয়াড় হওয়ার প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের সদস্য ছিল।
একেপিএস তাদের বিরুদ্ধে নট টু ল্যান্ড (এনটিএল) ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিবাসন বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
একেপিএস সতর্ক করেছে যে, যারা ক্রীড়া ভিসার অপব্যবহার করে অবৈধ কাজ বা মানব পাচারের মতো কার্যকলাপে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে ফেরত পাঠানো হবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta