হুতিদের আক্রমণকে ইরানের হামলা হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরান-সমর্থিত হিসেবে চিহ্নিত করে হুতি বিদ্রোহীদের আক্রমণের জন্য তেহরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হুতিদের যে কোনো হামলাকে ইরানের প্রত্যক্ষ আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। তাদের ছোড়া প্রতিটি গুলি ইরানের অস্ত্রাগার থেকেই এসেছে বলে ধরে নেওয়া হবে। আর এর ফলাফল ভয়াবহ হবে, যা ইরানকে ভুগতে হবে। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন। কিছু বিশ্লেষক এই বক্তব্যকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত বলেও দেখছেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লেখেন, "ইরানই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তৈরি করেছে। তারা দেশটিতে অশান্তি সৃষ্টি করছে। ইয়েমেনের জনগণ তাদের ঘৃণা করে। ভবিষ্যতে তাদের যে কোনো হামলা কঠোরভাবে দমন করা হবে।"
এর আগে, চলতি মাসের শুরুতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠান ট্রাম্প। এতে সতর্ক করে বলা হয়, তেহরান পারমাণবিক চুক্তিতে না পৌঁছালে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।
চিঠিতে ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান ট্রাম্প। তবে তেহরান দাবি করেছে, এতে নতুন কিছু বলা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, "এই চিঠির বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার পুনরাবৃত্তি মাত্র। বিষয়টি পর্যালোচনা করে যথাযথ মাধ্যমে জবাব দেওয়া হবে।"
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীদের জড়িয়ে ইরানকে সতর্ক করার এই বার্তার আগেই দু’দিন ধরে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর বিমান হামলা চালিয়েছে।
শনিবার রাত ও রবিবারের হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে হুতিদের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য রয়েছে। রবিবার রাতেও হুদাইদা বন্দরে মার্কিন হামলার খবর পাওয়া গেছে।
এর প্রতিক্রিয়ায় বিদ্রোহীরা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরিতে হামলা চালানোর দাবি করে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, "আমরা ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে রণতরিটিকে লক্ষ্য করি, যার ফলে এটি ইয়েমেনের জলসীমা ছাড়তে বাধ্য হয়।"
হুতি নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, "মার্কিন বাহিনী যতদিন আমাদের ভূখণ্ডে হামলা চালাবে, ততদিন লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো আমাদের লক্ষ্যবস্তু থাকবে।"
তবে মার্কিন সামরিক বাহিনী ইউএসএস হ্যারি ট্রুম্যান আক্রান্ত হওয়ার এই দাবি অস্বীকার করেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta