পাতা কুড়াতে গিয়ে নিখোঁজ নারীের মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেত থেকে ৪৮ বছরের সন্তোষী বালা দাসী নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঝন্টু দাসের স্ত্রী। শনিবার (১৫ মার্চ) সকালে মিরপুর থানা পুলিশ উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের তামাক ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে।
পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ হয়ে যান ওই নারী। পুলিশ ধারণা করছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠে যান তিনি। এরপর আর ফিরে না আসায় খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয় কৃষকরা তামাক কাটতে গিয়ে তার মরদেহটি দেখতে পান।
স্থানীয়রা আরো জানান, ঘটনাস্থলের আশেপাশে মাদকসেবীদের আড্ডা জমে। তাদের কাছ থেকেই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে তারা সন্দেহ করছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেন।
ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta