ভারত-পাকিস্তান থেকে এবার এসেছে ৪৮ হাজার টন চাল।
পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট বিক্রি হয় ৯ মিনিটেই
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
গত রোববার এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার সকাল থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের সমস্ত টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এই প্রক্রিয়া সাতদিন চলবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা ১৪ মার্চ টিকিট কিনবেন তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। একইভাবে, ১৫ মার্চ টিকিট কিনলে ২৫ মার্চ, ১৬ মার্চে ২৬ মার্চ, ১৭ মার্চে ২৭ মার্চ এবং ১৮ মার্চে ২৮ মার্চের টিকিট পাওয়া যাবে। ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে। ঈদ যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি হবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হবে। এছাড়া, বিগত বছরগুলোর তুলনায় এবারে ঈদ যাত্রায় ৮-১০ জোড়া বিশেষ ট্রেনের সংখ্যা কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।
এ ছাড়া, ঈদ যাত্রায় অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ৪৪টি যাত্রীবাহী কোচ যোগ করা হবে এবং ১৯টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন হিসেবে ব্যবহৃত হবে।
৯ মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের অধিকাংশ ট্রেনের টিকিট : ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। প্রথম ৯ মিনিটের মধ্যেই পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়। বাকি কিছু ট্রেনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
শুক্রবার সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামগামী ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে, পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহী গামী ট্রেনের টিকিট তখনও পাওয়া যাচ্ছিল। সকাল ১১টার মধ্যে সব অঞ্চলের টিকিট শেষ হয়ে যায়।
এদিকে, ১৪ মার্চ দেয়া হয়েছে ২৪ মার্চের অগ্রিম টিকিট। অর্থাৎ, যাত্রীরা আজ টিকিট কেটে ২৪ তারিখে ঈদ যাত্রা করতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলসহ মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। সব মিলিয়ে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি হবে। পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের টিকিট বিক্রি হয়েছে, যেখানে প্রায় ১৭ হাজার টিকিট ছিল।
এদিকে, শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট। পরবর্তী টিকিটের বিক্রির তারিখও নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta