বরিশালে আনন্দমুখর পরিবেশে দোল পূর্ণিমা উদযাপন
সারা দেশের মতো বরিশালেও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ বা হোলি উৎসব অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
রমজান মাসের পবিত্রতা লক্ষ্য করে এবছর নগরীর শ্রীশ্রী শংকর মঠসহ বিভিন্ন মন্দিরে সীমিত আকারে এই উৎসব পালিত হয়।
শনিবার সকালে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু হওয়ার মাধ্যমে দোল উৎসবের উদ্ভব ঘটে। এর পর, ভক্তরা একে অপরের গায়ে আবির মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ আবিরে নিজেদের রাঙিয়ে তোলে এবং হোলির আনন্দে মেতে ওঠে।
উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় এবং অন্যায়ের বিনাশের জন্য প্রার্থনা করেন।
পূজা এবং কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বরিশালে দোল পূর্ণিমার উৎসব পালিত হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থান উৎসবমুখর পরিবেশে সজ্জিত হয়ে ওঠে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta