ধর্ষণ নামক মহামারী থেকে পরিত্রাণে জামায়াত মহিলা বিভাগের মানববন্ধন
ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তির লক্ষ্যে ৫ দফা দাবি উত্থাপন এবং শিশু আছিয়ার নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা "নিরাপদ জীবন ও সুরক্ষা চাই", "ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে", "ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে", "ধর্ষণ মামলায় জামিন ব্যবস্থা বাতিল করতে হবে", "ধর্ষকদের জন্য একমাত্র শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে" - এই দাবিগুলো তুলে ধরে জোরালো স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, আছিয়া হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমাজে নৈতিক অবক্ষয় ও ধর্মহীনতার কারণে এই অপরাধ বেড়েছে, তাই ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে নৈতিকতা জাগ্রত করতে হবে। আইন যথাযথ প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কেবল মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।
তিনি বলেন, ধর্ষকদের নিজ এলাকায় প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। অন্তবর্তীকালীন সরকারের ঘোষিত ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন দাবি করেন তিনি। শিশু আছিয়ার নির্মম হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় নারীরা কঠোর আন্দোলনে নামবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী দ্রুত বিচার আইনের আওতায় শিশু আছিয়ার হত্যার বিচার দাবি করেন।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ধর্ষণের ঘটনা ব্যাপকহারে বেড়েছে। ছাত্রলীগ নেতারা ধর্ষণের মতো অপরাধ করে উৎসব করেছে, কিন্তু তাদের বিচার করা হয়নি। এতে স্পষ্ট যে বর্তমান সরকার ধর্ষণের প্রসার ঘটিয়েছে।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে জনগণের স্বার্থে কাজ করতে হবে। নারী সমাজের ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন করা হবে। নৈতিকতার সংস্কার জরুরি, রাজনৈতিক দলগুলোকেও শুদ্ধ করতে হবে। অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না হলে রাষ্ট্র সংস্কারের সুফল মিলবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নাজমুন্নাহার নীল বলেন, সমাজে নৈতিকতার অভাব প্রকট। নৈতিক শিক্ষা না থাকায় সমাজের অবক্ষয় ঘটছে। শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা সংযোজন করা জরুরি। আইন ও সালিস কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে সাড়ে ৩ হাজার শিশু ধর্ষণের মামলা হলেও কোনো বিচারের রায় কার্যকর হয়নি। তিনি দ্রুত বিচার আইনের মাধ্যমে সকল ধর্ষকের ফাঁসি কার্যকর করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান ও মার্জিয়া বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি রোজিনা আখতার, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা পারভীন, সালমা সুলতানা, ইরানি আখতার, খোন্দকার আয়েশা সিদ্দিকা, মাহবুবা জাহান সহ মহানগরী উত্তর ও দক্ষিণের অন্যান্য নেতৃবৃন্দ।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta