৯০ দিনের মধ্যে রায় দিতে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়া মামলার জন্য যে ৯০ দিনের বিচারকাল নির্ধারণ করা হয়েছে, সেটি আমরা মেনে নিয়েছি। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই, যদি বিচার ৯১ দিনেও চলে, তাহলে আমরা তা মেনে নেব না।’
শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে নিহত আছিয়ার কবর জিয়ারত করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন।
পরে তিনি সোনাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত একটি সমাবেশে বক্তব্য রাখেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘যতদিন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হবে, ততদিন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ধর্ষণের একমাত্র সঠিক শাস্তি হতে পারে ফাঁসি। অতীতে বাংলাদেশের ধর্ষণ মামলা গুলোর বিচার কার্যক্রম সেভাবে এগোয়নি। কয়েকটি ক্ষেত্রে ফাঁসি কার্যকর হলেও, অধিকাংশ অপরাধী শাস্তি থেকে বেঁচে গেছে।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যেখানে বিচার চলছে, সেখানে অপরাধীর দোষ প্রমাণের সুযোগ দেওয়া উচিত। যদি কেউ অপরাধী হয়, তবে তার বিচার আইনি পদ্ধতিতে হতে হবে।’
মব জাস্টিস ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘এটি বন্ধ করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। আমাদের দেশ, আমাদের সবার দায়িত্ব শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।’
পরে জামায়াতের আমির জারিয়া গ্রামে গিয়ে নিহত আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক ইমাম বাকেরসহ দলের অন্যান্য নেতারা।
এরপর বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta