তারেক রহমান
চাকা ছাড়াই পাকিস্তান এয়ারলাইন্সের (পিআইএ) একটি যাত্রিবাহী বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, তবে বিমান সংস্থা দাবি করেছে যে, সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লাহোর বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে।
পিআইএ-র পিকে ৩০৬ বিমানটি করাচি বিমানবন্দর থেকে লাহোরের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু লাহোর বিমানবন্দরে অবতরণের পর দেখা যায়, বিমানের পেছনের চাকা নেই। এই চাকা কিভাবে খুলে গিয়েছে, সেটা পরিষ্কার নয়। এটা কি মাঝ আকাশে খুলে গিয়েছিল, নাকি করাচি থেকে উড্ডয়ন করার সময় খুলে গিয়েছিল, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি পিআইএ। তবে বিমান সংস্থা জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।
এই ঘটনায় যখন যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তখন পিআইএ-র এক কর্মকর্তা জানান, করাচি বিমানবন্দরে চাকার একটি অংশ পাওয়া গেছে, কিন্তু সেটি পিকে ৩০৬ বিমানের ছিল কি না, তা নিশ্চিত নয়। তবে বিমান সংস্থাটি মনে করছে, যে চাকা খুলে পড়ে গিয়েছিল, সেটির অবস্থা খুব একটা ভাল ছিল না। পাশাপাশি, চাকা খুলে গেলেও নিরাপদে বিমানটি অবতরণ করেছে। বিমানের চাকার পরিস্থিতি এত খারাপ কেন ছিল এবং এটি কিভাবে নজর এড়িয়ে গিয়েছে, এবং কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পিআইএ সূত্রে জানা গেছে। সূত্র: ডন নিউজ, আরব নিউজ, গালফ নিউজ
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta