মহানবী (সা:) কে কটূক্তি করার জন্য যুবককে গণধোলাই দিলো জনগণ
মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য শুভ রায় (২৩) নামের এক যুবককে জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুনের নামাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। শুভ রায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুড়া বৈশ্যপাড়া এলাকার ধীরেন চন্দ্র রায়ের ছেলে। সে একটি স্থানীয় পোশাক কারখানায় কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা ওই যুবক মহানবী (সা.) কে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতে থাকে। পরে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে ৯৯৯ ফোন করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম জহির বলেন, যুবকটি মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার কথা স্বীকার করেছে। এরপর থানায় জানিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করা যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে জানানো হবে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta