৮ বছর ধরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার; আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর বদিউজ্জামান উজ্জলের বিরুদ্ধে গত ৮ বছর ধরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা সরিষাবাড়ী পৌর এলাকার সামর্থবাড়ী গ্রামে ঘটেছে।
স্থানীয় পিডিবি’র অফিস সূত্রে জানা গেছে, সামর্থবাড়ী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বদিউজ্জামান উজ্জল প্রায় ৮ বছর ধরে তার পিতার নামে নেওয়া বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি একটি অবৈধ সংযোগ ব্যবহার করে আসছেন। ক্ষমতার প্রভাবে দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করেও সে ধরা পড়েনি।
পিডিবি’র বিক্রয় ও বিতরণ বিভাগের নজরে আসার পর ৯ মার্চ, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান অভিযান চালিয়ে উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেন। পরে জামালপুর বিদ্যুৎ আদালতে তাকে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান উজ্জল পলাতক থাকায় এবং মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সরিষাবাড়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ চুরি প্রতিরোধ ও রাজস্ব আদায়ে এই অভিযান চলতে থাকবে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta