ঝিনাইগাতী মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালী আটক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ। তিনি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার কন্যা।
পুলিশ জানায়, আয়শা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় আসামি হিসেবে তাকে শুক্রবার ভোরে তেঁতুলতলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়শা সিদ্দিকা রুপালীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta