রাষ্ট্র এখনও পূর্ণ স্বাধীনতা অর্জন করেনি- উপদেষ্টা মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্র এখনও পুরোপুরি স্বাধীন হয়নি এবং অনেক পথ বাকি রয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অ্যালামনাই ও শিক্ষকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। যারা রাষ্ট্র পরিচালনায় রয়েছেন, তাদের সবার জন্য সমানভাবে কাজ করা উচিত, তা সে যেকোনো রাজনৈতিক দল বা মতের হোক। ইসলামিক বা নন-ইসলামিক সব ধরনের মানুষের জন্য কাজ করবেন রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন, এমনটাই জানান তিনি। এ সময় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta